Friday, July 15, 2022

ছড়া || রানা জামান






হলাম না তো কবিং

রানা জামান

লেখাপড়ায় থাকলে ঘাটতি
স্যার পিটাতেন সপাং
ঘা-এর জ্বালা হ্রাস করাতে
পুকুরে ঝাঁপ ঝপাং

অন্যরা সব হাসতো তখন
দাঁত কেলিয়ে হিহিং
লজ্জায় আমার মাথা নত
পানিতে ডুব দিহিং

বাড়ি এলে পিতামাতার
বকাঝকা ম্যালাং
শিক্ষা গ্রহণ মনোযোগের
নয়তো নিছক খেলাং

তখন থেকে লেখাপড়ায়
মনের সংযোগ দিয়িং
উচ্চ শিক্ষা নেবার পরে
হলাম হিউম্যান বিয়িং

কাজের ফাঁকে লিখতে থাকি
লেখা আমার হবিং
আফসোস মনে খুঁচায় নিত্য
হলাম না তো কবিং।






আনিলা টাওয়ার
বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই;
বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২
ঢাকা-১২১৬
 বাংলাদেশ


 

No comments:

Post a Comment