গুচ্ছ কবিতা
হামিদুল ইসলাম
নষ্ট চাঁদে গা ভাসাই
শাদা ফুল শাদা ভাত
শাদা ছাতার তলায় আমরা পাই না আশ্রয় ।।
কারা আসে কারা যায়
ফিরে আসে মরশুম
বিপন্ন আলোর স্রোতে হাত বাড়াই। ডুবে যায় নির্জন দুপুর ।।
বানের জল বাড়ে
বাড়ে না জীবনের দাম
দুর্মূল্য বাজারে নাজেহাল ক্ষুধা। কখনো কোভিড নাইনটিন ।।
রাজপথে মিছিল
সংগ্রামী প্রতিবাদ
সুইজের সংসারে হাজার জনতা। সবার হাতে হাত গুচ্ছ কবিতা ।।
কুমারগঞ্জ
দক্ষিণ দিনাজপুর
No comments:
Post a Comment