Friday, July 15, 2022

কবিতা || শুভদীপ দত্ত প্রামানিক




সৌরকণিকা

শুভদীপ দত্ত প্রামানিক 

জলে ধ্যানস্থ কমলা পিতা
তারায় তারায় ক্লান্ত পূর্বপুরুষের অসহায়তা
অস্থির , তাও সৌরকণিকা আমার জপমালা
বৃহত্তর শূন্যে আমি কণা অধিক কণা । 

কেউ দেখেনি উল্কার চঞ্চলতা
পাখনার নীচে ঠুঁটো কালো কাকের কামমন্ত্র
অবশেষ নেই , সুদ নেংটি অনুভব
শুরুও নেই , আসল চারদিকে নাচে । 

নিঃসীম গ্রহে কে বাজায় আত্মপিপাসা
আমি কীট , আমি বিকুলি নক্ষত্র ছেঁড়া টুপি আমার নেই ! 




কীর্ণাহার 
 বীরভূম, নানুর




No comments:

Post a Comment