Friday, July 15, 2022

কবিতা || কার্তিক মণ্ডল




অগ্নিবীর

কার্ত্তিক মণ্ডল

আগে পিছে বিপদ আছে;কাঁটায় ভরা পথ
মৃত্যু মুখে ঝাঁপিয়ে পড়ার করছে মনোরথ
মাতৃভূমির মান রক্ষায়,জীবন দিতেও রাজি
আগুনে তাই ঝাঁপ দিতে ;মন ধরেছে বাজি।
ত্রিবর্ণ পতাকার পতপত রব হিমালয়ের চূড়ে
বক্র চোখে চাইবে যারা ত্রিশূলে দেবে ফুঁড়ে।
মাতৃভূমি সবার বড় জেনো,সবার বুকের বল
তার সাথে কেউ করে যদি বেইমানি বা ছল
এমন কোনো নাইরে শক্তি রুখে তাদের দিয়ে
মাটির নিচে চির নিদ্রায় থাকতে হবে শুয়ে।
মায়ের খ্যাতি রক্ষার্থে কাটাতেও পারে শির
এরাই মায়ের আসল ছেলে সৈন্য অগ্নিবীর।





গ্রাম- পশ্চিমবাড়
পোস্ট- ধনেশ্বরপুর
থানা-পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর



No comments:

Post a Comment