সাধ জাগে তাই
প্রদীপ কুমার সামন্ত
সাধ জাগে তাই ছড়া লিখি
আপন মনের সুরে
ছন্দগুলো স্বপ্ন আঁকে
আমার হৃদয় জুড়ে ।
ঝর ঝর ঝর ঝর্ণা সুরে
লিখি গান কবিতা
রামধনু রঙ খেলায় মাতে
হয়ে ভোরের সবিতা ।
বন ঝিঁঝিঁদের কোরাস গানে
আমার হৃদয় মাতে
কুসুমপুরে কাটাতে চাই
রাতপরীদের সাথে ।
ঝর্ণা পাহাড় হাতছানিতে
আমায় কাছে ডাকে
অস্তাচলের রঙিন সূর্য্য
রূপোলী আবির মাখে ।
শিশুসুলভ স্বপ্ন আঁকি
আমার মনের পাতায়
সেই স্বপ্ন ছড়া হয়েই
ভুবনখানি মাতায় ।
উমেদ পুর , পোষ্ট- চাউলখোলা
জেলা- দঃ 24 পরগণা
No comments:
Post a Comment