রাগ
প্রতীক মিত্র
ওর ভীষণ রাগ হয়েছে।
ও মাথা তাই ঝুঁকিয়ে রেখেছে টেবিলে।
আগে দীর্ঘ স্যাঁতস্যাঁতে করিডোর ধরে হাঁটাহাঁটি করেছিল।
মুখ ধোয়ার কলটাকে এমনিই খুলে রেখেছিল
অনেকক্ষণ।
তারপর নুইয়ে পড়া হাওয়ায় দুলতে থাকা বুনো ঘাসগুলোর দিকে তাকিয়ে
পেন্ডিং কাজের তালিকায় টিক দিতে দিতে
ও মাথা ঝুঁকিয়ে রেখেছে সেই থেকে টেবিলে।
ওর নাকি ভীষণ রাগ হয়েছে।
চেনা আবেগগুলোকে এলেবেলে
ধরে ঘুমের বদলে জেগে
এবং জাগার সময়ে ঘুমিয়ে আছে।
চল্লিশ ছুঁই ছুঁই বলে
শুভাকাঙ্খীরা বলেছিল ওকে সংযত হতে।
তারপর থেকে
ও আরো ফুঁসেছিল রাগ আরো পুষেছিল
ভুলে যদি যায় রেগে যেতে তৎক্ষণাৎএ।
কোন্নগর
হুগলী
পশ্চিমবঙ্গ
No comments:
Post a Comment