Friday, July 15, 2022

মুক্তগদ্য || ছেলেটা || ধারাবাহিক পর্ব ১ || রূপঙ্কর চক্রবর্ত্তী





ছেলেটা সিরিজ 

পর্ব ১

ক্লান্তি 

রূপঙ্কর চক্রবর্ত্তী 

শেষ পর্যন্ত আকাশের দিকে তাকালো ছেলেটা। 
এতক্ষণ শুধু নিজেকে খুঁজেছে তন্ন তন্ন হয়ে
একটা দুটো তিনটে... রাত্রের ঘড়ি কাঁটার পর কাঁটা অতিক্রমের খেলায় মত্ত।
কেউ জানেনা শেষ কোথায়, 
ছেলেটি হাত পা ছড়িয়ে চিৎ হয়ে মাটিতে শুয়ে পড়লো অবশেষে, 
যেন হাজার বছরের ক্লান্তি শরীর থেকে মাটির দিকে তীব্র বেগে ছুটে চলে যাচ্ছে
চোখ একটা একটা করে আকাশের তারা গুনছে
পূর্ণিমার চাঁদের আলো গোটা আকাশকে আলোয় ভরিয়ে দিয়েছে।
গ্রীষ্মের রাতে হাওয়া বইছে না 
ছেলেটার গা বেয়ে ঝড়ে পড়ছে অজস্র ঘামের বিন্দু ,
তারাও যেন ক্লান্তিকে অনুভব করে ছাড়তে চাইছে ছেলেটার দেহটা, 
একটা একটা করে প্রত্যেকটা শ্বাস হৃদপিন্ডে পৌঁছে খবর পাঠায় ছেলেটা বেঁচে আছে, 
শুধু ছেড়ে গ্যাছে প্রেম অভিমান অনুভূতি
আর রয়ে গ্যাছে অজস্র ক্লান্তি, 
যেটা সরে গেলে জন্ম দেবে একটা নতুনের। 


পূর্ব বর্ধমান 


No comments:

Post a Comment