Friday, July 15, 2022

কবিতা || পূজা পাত্র




একাকী প্রেত

পূজা পাত্র 


মাঝ রাতে বহু বার হাতরে হাতরে
আমি তোমাকে পড়তে চেয়েছি
অনেক টা কবিতার মত
বুঝিনি সত্যিই। এক এক বার
এক এক রকম অচেনা হয়ে দাঁড়িয়ে পড় সামনে
তবু বারবার আমি পড়েছি, তুমি বদলেছ
আজ আর আমি পড়ব না।
এবার আমি লিখব
অন্ধকারে হাতড়ে হাতড়ে
সাপ ব্যাঙ লিখব।
জোনাকির মত উপরে পাখার ব্লেডের কাছে উঠে যাব, 
জানি তো অমরার মৃত্যু নেই
প্রেত হয়ে ঘুরঘুর করব তোমার ছাতিতে।





 বৈদ্যবাটি, হুগলি


No comments:

Post a Comment