Friday, July 15, 2022

কবিতা || নীলেশ নন্দী





বর্ষাকালের কবিতা

নীলেশ নন্দী

আকাশে জমেছে কালো মেঘ,
মুহুর্তে বেড়েছে বায়ুবেগ,
ঝমঝমিয়ে নামল বৃষ্টি
ব্যাঙগুলো সব ডাকছে মিষ্টি,
পুকুরের জল থৈ থৈ
লাফ দিচ্ছে শিঙি-কই,
রাস্তা দিয়ে বাচ্চা ছেলে
যাচ্ছে মাথায় ছাতা মেলে,
ভেসে যাচ্ছে রাস্তাঘাট,
জলে ডুবছে খেলার মাঠ;
এসব আমি দেখছি শুধু
লিখেও রাখছি একটু একটু,
একদিন সব বলব আমি
চুপটি করে শুনবে তুমি।



মধ্যমগ্রাম; কলকাতা: ৭০০ ১৩০।



No comments:

Post a Comment