Friday, July 15, 2022

ছড়া || তূয়া নূর


তূয়া নূর

ছড়া ১

আকাশে এক ফড়িং

তিড়িং বিড়িং ফড়িং ওড়ে 
ফড়িং ধরবে হাতে,
মজার খেলা এতো ভীষণ 
খেলতে বাবার সাথে। 

হাতটা দিয়ে আলতো করে 
যেই ছুঁতে যায় ডানা,
যায় উড়ে সে অন্য খানে
ফড়িং ধরা মানা। 

হঠাৎ তখন কী দেখে সে
বাবা! বাবা! ডাকে,
এতো বড়ো ফড়িং তবে
আকাশটাতে থাকে?

যতই বলে, ফড়িং কোথায়?
উড়োজাহাজ ওড়ে।
ততই বলে এই ফড়িংটাই 
দিতে হবে ধরে!




ছড়া ২

ফাঁকিবাজ পড়ুয়া 

এটা সেটাই রাতটা জাগে
বেলা করে ওঠে,
এমন হলে তার কপালে 
পড়াশুনা জোটে?

সকাল বেলায় পড়াশুনার
মাথাটা যায় খুলে,
দাদুর কথা গেঁথে আছে 
যায় নি আজো ভুলে। 

খুললে মাথা বিপদ ভীষণ,
উড়বে মাথার ঘিলু। 
এই ভয়েতে সকাল বেলা
বই ধরে না নীলু। 




11513 centaur way 
Lehigh Acres 
FL 33971 USA
239-822-1417




No comments:

Post a Comment