Friday, July 15, 2022

ছড়া || মানস চক্রবর্তী







শরতের পদ্য

মানস চক্রবর্তী

আমপাতা জামপাতা ঝরে পড়ে টাপটুপ
ফুট কেটে শোল মাছ ঘোলা জলে দেয় ডুব।

ফুলে ফুলে মৌমাছি গুনগুন গান গায়
একঝাঁক টিঁয়া ঐ নীলাকাশে উড়ে যায়।

টলটলে দিঘিজলে হাসে লাল পদ্ম
    কবিমন বুনে চলে শরতের পদ্য।

সরবরে থরেথরে শালুকেরা ফুটছে
ফুলেদের কাছে কত অলি এসে জুটছে।

হৃদয়টা রঙে-রঙে রামধনু আঁকছে
বর্ষা বিদায় নিয়ে শরৎকে ডাকছে।




উত্তর বাওয়ালী, নোদাখালী,
দক্ষিণ চব্বিশ পরগণা,
পিন--৭০০১৩৭




No comments:

Post a Comment