Friday, July 15, 2022

কবিতা || মহুয়া দাস




লড়াই 

মহুয়া দাস

জানালার গড়াদে ঝুলছে এক পোকা
মৃত্যু কে উপেক্ষা করে লড়ে চলেছে। স্পন্দন ধীরে ধীরে বয়ে চলেছে। পাখার ছটফটানি...

আষাঢ়ে বর্ষায় মেঘাচ্ছন আকাশ ভীষণ ভালো লাগা, অস্ফুট স্বরে জানান দিচ্ছে তার মৃত্যু কে।

বাঁচতে চাওয়া কি অপরাধ? সগোটুক্তি
ক্ষীন আশা নিয়ে তোলপাড় চলছে অবিরত যেন, প্রকৃতি বিপর্যয়ের ডাক পড়েছে ... শান্ত করো মন,
‍ওঁম শান্তি ওঁম শান্তি ওঁম শান্তি।

জানালার গড়াদের ফাঁকে ঝুল হয়েছে
চুম্বকের চাপে পদপিষ্ট হয়ে মরে গেছে পোকাটি।
সারি সারি পিপীলিকা উৎসবে মেতেছে
সাজো সাজো রব জ্যোৎস্না রাতে মেঘের আড়ালে একফালি চাঁদের খেলা,
চাঁদনি রাতে আমার প্রিয়া আসবে বলে কত আয়োজন।

বাঁচতে চাওয়ার আকুলতা পাখার ঝাপটায়
নীরব হয়ে পড়ে রইল মৃত্যু উপেক্ষিত জীবটি।
পৃথিবী তার গতি পথে নীরবে নিরুত্তর
থমকে থাকে না সময়, থাকে না মহাকাল।

থাকে শুধু নিশ্চিন্ত অঝোর কান্না। ব্যথা পায় না কারণ প্রাণহীন প্রাণের নেই কোনো চেতনা।জানালার গড়াদে ঝুলছিল এক বিচিত্র পোকা।
                  ----------------------




Kalyani, Nadia




No comments:

Post a Comment