রাতের ঠিকানা
দীপঙ্কর সরকার
নির্জনতা ভেঙে পড়ে রাতের ঠিকানা হাতছানি
দ্যায় , ডুবে যাই আলোর গভীরে । উদাস উদাস
চোখে চেয়ে দেখি চাঁদের স্নিগ্ধতা । মায়াময় এই
রাত হিমেল হাওয়া মাখা । ফুটি ফুটি করে যেন
কোরক সমূহ , একটি দুটি পাপড়ি মেলে দ্যায় ডানা
সুগন্ধ ছড়িয়ে পড়ে ইতস্তত নিষেধ মানে না কোনো
নদী স্রোত বয়ে যায় নিরবধি ভাঙে পাড় ভাঙে
নির্জনতা রাত জানে রাতের ঠিকানা ।
চাকদহ
নদীয়া
No comments:
Post a Comment