Friday, July 15, 2022

কবিতা || পূর্বালী দে



ভাবনা

পূর্বালী দে

অচল প্রেম, বন্ধন ছিন্ন,
এচোখ একা, শব্দ ভিন্ন।
ভুল রঙে, অবৈধ দাবি,
গভীর রাতে,আছাড় খাবি।

শীর্ষে রাখো, সোহাগ ঘোরে,
অনন্ত আকাশ, মেঘে মোড়ে।
শব্দ স্রোতে, নদী হবো,
মিলন তীর্থে, মুক্তি পাবো।

যে দুটো‌ দিক , এমনি খোলা,
ভুল যাপনের, ছন্দ দোলা।
ধূসর জগত , ভাবনার জন্ম,
অহেতুক কৌতুক, ওটাই কম্ম।।



২৪, কেদারনাথ দেউটি লেন কদমতলা হাওড়া 711101



No comments:

Post a Comment