একলা হওয়ায়
মোহিত ব্যাপারী
শাওন বেলায় উদাসী হাওয়ায়,
একলা প্রহর নিঃসঙ্গতায় ভেসে যায়।
অরুণ আলোর অস্তাচলের বেলায়,
বেদনার সুর ভেসে যায় অজানায়।
জুঁই মল্লিকা হাসনুহেনায় গন্ধ ছড়ায়,
বাতাস বয়ে আনে তার বারতা।
ফুলের সুবাসে আবেশে ভেসে মন,
উড়ে যায় ভেসে যায় নীল দিগন্তে।
মেঘেদের ভিড়ে খুঁজে বেড়ায়, একলা হাওয়ায়
হারিয়ে যাওয়া সেই গানের সুর।
ফুলেরা গন্ধ বিলায় অকৃপন শহরময়,
কুলহারা এক কুলের ঠিকানায়।
ফুলের সৌরভ যখন একমাত্র বন্ধু হয়।
তুই চাস আর নাইবা চাস,
জীবন বেঁচে থাকে শুধু
তোর সুবাসের আলিঙ্গন সুধায়।
NORTH 24 PARGANAS
No comments:
Post a Comment