Friday, July 15, 2022

ছড়া || হারান চন্দ্র মিস্ত্রী




বাঘের রাগ    

হারান চন্দ্র মিস্ত্রী 

ও পারে বন এপারে গ্রাম
নৌকা বাঁধা ঘাটে। 
গ্রামে থেকে নদীর চরে 
যায় হাটুরে হাটে।

নৌকো করে আসে যারা 
সুদুর গ্রামে থেকে,
জিনিসপত্র কেনার শেষে
মাঝিরা নেয় ডেকে।

হাটুরেরা ফেরার সময়
দেখে হাটের কোণে,
মাথা ছুঁই ছুঁই জল জমেছে
সবুজ গেঁও বনে।

ছোট্ট একটি ছেলে ছিল
নৌকোতে সে বসে,
জল দেখে আর বনও দেখে
কাঠি লজেন্স চোষে।

বলল এবার সেই ছেলেটি
বাঘ গিয়েছে রেগে,
রাতে এসে ছাগল নিয়ে
লুকিয়ে যাবে ভেগে।

__________


গ্রাম ও পো- আমতলা,
থানা-ক্যানিং,
জেলা-দক্ষিণ ২৪ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ



No comments:

Post a Comment