Friday, July 15, 2022

কবিতা || অম্বর মন্ডল




গুচ্ছ কবিতা

অম্বর মন্ডল

রবীন্দ্রনাথ
  
এসো হে মহাপুরুষ,কেনো আছো লুকিয়ে
কেনো লেখো কবিতা ঝাকিঁয়ে।
নাম হলো রবীন্দ্রনাথ
আমরা সবাই আদর করে ডাকি যে রবি।
তোমার কবিতায় আছে যে ছন্দ
কোথায় হরিয়ে যায় মনের ও গন্ধ।           
কেনো চলে গেলে আমাদের ছেড়ে
কেনো তুমি নিয়ে গেলে সুখ সাচ্ছন্ধ‍্য কেড়ে।
কেনো আমরা হারালাম যুদ্ধ পরে
ফিরে এসো,এসো তুমি মহাপুরুষ রে।
কবিতায় তোমার মন জড়ানো
কত কষ্ট কবি হারানো।।



শরৎকাল

শরতের আবহাওয়া বড়ো মনোরম
মেঘ আকাশে ভেসে বেড়ায় আনন্দনয় কম।
শরৎকালে ফোটে হরেক রকম ফুল
ঘর ঝারাঝারি থাকে না ঝুল।
শরৎকাল মানে খুশির আবদার
জামা কাপড় বোমবাজি দেয় উপহার।
শরৎকালে বাঙালীরা ভাবে সব
এবার আসছে এবার আসছে মায়ের উৎসব।
 এবার আসছে এমন পূজা যা সরবোজনীন
সেই পূজোকে আমরা দূরগা পূজা বলে মানি।



ছুটি

ছুটি ছুটি গরম রুটি
বাড়িতে বসে কূটনো কাটি।
হাতে আছে শিল নোড়া
খেলতে এসেছে আমার বন্ধু যে বানায় খুব ভালো ছড়া।
গ্ৰীষ্মকালে ছুটীতে প্রচন্ড খুব কড়া
ছুটিতে মা রেগে গেছে,বলছে হবে নাকো লেখাপড়া।
দুপুর বেলায় খেলতে মানা বিকেল বেলায় যাও
রোদে তখন মাথা ঘুরবে সেটা কি তুমি চাও।
ছুটি মানে হল না পড়া পরীক্ষার চাপ
পরীক্ষায় কম নম্বর মা বলল বাপরে বাপ।।




পাখি

পাখি পাখি
তোমায় ডাকি,
খেলবে দিনে আমার সাথে
কাজ করব আমি রাতে।
চিন্তা কেন করছো ভাই
একসঙ্গে খেলবো সবাই।
এত কিসের তোমার লাজ
হবে তোমার সব কাজ।
খাবে দানা একটি দুটি
সঙ্গে দেব মিষ্টি রুটি।
সঙ্গে খাবে গাছের আম
দেব পেড়ে মিষ্টি জাম।



No comments:

Post a Comment