Friday, July 15, 2022

সম্পাদকীয়




     সময়ের সাথে হেঁটে চলতে চলতে আমরা আমাদের স্বরূপিনী পত্রিকার পঞ্চম সংখ্যা প্রকাশ করার লগ্নে এসে পৌঁছেছি। সবটাই পাঠক ও লেখকদের জন্যই সম্ভব হয়েছে। এবারের সংখ্যায় অসংখ্য লেখা পেয়ে আমরা সত্যিই আপ্লুত।

    আপনারা লেখা পড়ুন ও পরিচিত মানুষদের মধ্যে সবার লেখা ছড়িয়ে দিয়ে অন্যান্য লেখকদের অনুপ্রাণিত করুন।

   ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যেখানেই থাকুন সাহিত্যে থাকুন।


                                        ধন্যবাদান্তে
                                স্বরূপিনী পত্রিকা পরিবার




No comments:

Post a Comment