অন্ন ছুঁতে
মলয় কোলে
জানি ওরা সবাই ভেসে গেলো
যারা ভরে দেখেছিল স্বপ্ন,
জানি ওরা সবাই মরে যাবে,
যাদের হয়নি হাতে হাত মেলানো,
ওদের চিৎকার শোনা যাবে জলে
বাঁচার চেষ্টা ওরা প্রাণ ভরে করবে,
গলা পচা ওদের দেহ নষ্ট হবে খালি
জায়গা হবে না চিতায় বা কবরে,
উঠানে যারা করছিল সাঁতার খেলা,
যে শিশু টা আম্মি আম্মি বলে ডাকে,
ওদের খেলায় নবীন কিশোর ছোটে
নিয়মে ওরাও তো পড়েনি ফাঁকে,
খাবার জোটেনি কদিন ওই চারজনের,
যারা বেঁধে ছিল ঘর গাঁয়ের কোণে,
সকালে ওরাইতো এঁকেছিল ভবিষ্যৎ,
রোদেলা দিনে কেউ রাখেনি ওদের মনে
দুজন সঙ্গী যাদের বন্ধুর নাম ছিল লাঠি,
গল্প হয়নি শেষ রাখা ছিল পরের জনমে,
চোখের আদরে গিয়েছিল ওরা ঘুমিয়ে,
কান্না ছাড়াই ওরা মরে ছিলো প্রথমে,
এসেছে কজন মানুষ বড় বড় ব্যাগ হাতে
এখন বোধহয় মরিনি সবাই আছে কজন বেচেঁ,
গলার খিদে পায়নি সবার আছে সেটা ভিজে,
ওদের খিদে পেটে চায় ওরা একটু অন্ন ছুঁতে।
No comments:
Post a Comment