রঞ্জন চক্রবর্ত্তী
অন্তহীন জীবনের খোলা খাতা থেকে
হাতে গোণা কয়েকটি প্রহর বাদেই
আর একটি নিয়মে আবদ্ধ দিন খসে যাবে
সীমাহীন নীরবতার কৃষ্ণ গহ্বরে,
ক্যালেণ্ডারের পাতায় লাল-কালো তারিখ বদলাবে –
অতঃপর একান্তে অতীতচারিতা . . .
কোন এক স্বগত সায়াহ্নে
একাকার হয়ে যাবে আমার বিষণ্ণ ত্রিকাল
কোনও পরিচিত মুখ থাকবে না কোথাও
শুধু আমার চিরচেনা আমি . . .
আমার অস্তিত্ব জেগে থাকে বোধে ও বোধিতে
2/1A, Kalidas Lahiri Lane
Baranagore,
Kolkata-700036
No comments:
Post a Comment