Friday, July 15, 2022

কবিতা || অভিষেক মণ্ডল




আমাকেই ভালোবাসো

অভিষেক মণ্ডল

পথের ধারে বসে কাটে
দিন তোমারি অপেক্ষায়,
তুমি বলেছিলে আসবে
ফিরে মোর আঙিনায়।

ঘরে এল শুধু নিথর দেহটা
কফিনে বন্দি হয়ে,
ছল ছল দুটি চোখ দিয়ে
রইলাম শুধু চেয়ে।

তেরাঙ্গা পতাকা বুকে
নিয়ে 'শহীদ' হলে তুমি,
আজ ও তোমার ফেরার
তরে দিন গুনছি আমি।hi

রাতের শেষে শুকতারা
হয়ে একটি বার আসো,
চোখের জল মুছিয়ে বলো
আমাকেই ভালোবাসো।





       গ্রাম+পোস্ট :- বড়গাছিয়া।
       থানা :- জগৎবল্লভপুর।
        জেলা :- হাওড়া।
        পিনকোড :- ৭১১৪০৪।



No comments:

Post a Comment