সব পেতে শব সাধনা
বিপত্তারণ মিশ্র
সব পেলে শুধু জীবন নষ্টই নয়।
পরিবার নষ্ট, সমাজ নষ্ট।
রাজ্যপাট ছাতা প'ড়ে ছ্যা ছ্যা।
রাজা, মণ্ত্রী, সিপাই, সান্ত্রী সব পচে অ্যা!
দল পচে দলা দলা দুর্গন্ধ
সবাইকে দলে পায় যদি।
ওইধারে কেউ নাই আর,
অন্ধকারে সবাই গুপ্তধন খোঁজে,
আলো জ্বালাবে কেউ নেই কোথাও।
সব পেতে শব সাধনায়
সবকিছু নষ্ট আমূল!
Green Park, Saraitikar Road, Amtala
Burdwan, PO-Rajbati, PIN-713104
No comments:
Post a Comment