কাল দিনটা অধরা
করবী দাস
আজ সকালে যদি তোমার কথা ভাবি
তোমার অপেক্ষাতে বসি
মনে হয়, আজ বুঝি তুমি এলে।
মনে মনে মূহুর্ত গুনি-
নিজেকে পলকে পলকে সাজাই,
হৃদয়ে আনন্দ ছোটে,
এটা করতে ওটা করি
কত কাজেই না ভুল হয়।
দরজার পাশে মাধবীলতাটা আনন্দে দোলে
তার থোকা খানা যদি
হাতের কোলে ধরি
সে যেন আনন্দে রঙিন হয়ে বলে,
"আজ তুমি আসবে"।
হাওয়ায় হাওয়ায় চুলগুলো
হয়ে পড়ে বাঁধনহারা
সামলাতে গিয়েও হাতছাড়া হয়
সেগুলো বলে, 'আজ না হয় নাই বা বাঁধলে'।
আপনমনে যদি দূরে তাকাই
আঁচলটা হয় নিয়ণ্ত্রণহীন;
দৃষ্টি অসীম পেরিয়ে-
জানি না, কোথায় কার অপেক্ষায় থাকে,
মন বলে, 'আজ তুমি আসবে'।
সারাদিন পেরিয়ে যখন
তুমি এলে না,
নিঃশ্চুপ হয়ে বসে পড়ি গালে হাত রেখে-
তখন দূরে থাকে না দৃষ্টি
অসীম থেকে মাটির বুকে আছড়ায়।
আর কিছু ভাবি না-
মন শুধু বলে,
'আজও তুমি এলে না'।
চুলগুলো থাকে তেমনি ছাড়া
বাতাস এসে ঠেলা মেরে ওড়ায়,
আঁচলটা হয়ে ওঠে সংযত।
মাধবীলতাগুলো যেন
মাথা হেঁট করে রাখে;
মন আবার নিরাশ হয়ে ঘরে ফেরে-
আবার শুরু হয়,
তুমি ছাড়া শূন্য জীবন
মন হারানো নিঃস্ব একাকীত্ব
অন্ধকার রাত্রীর মতো।
কালো আঁধারে রাত্রীর সাথে
নিজেকে মিলিয়ে
বালিশে মুখ গুঁজে
কাঁদতে কাঁদতে শ্রান্ত হয়ে আসি-
মন বলে,
আজ আসনি কাল আসবে,
আমি তো কোনো হৃদয়হীনকে ভালোবাসিনি।
আবার বসে থাকি আশায়
সকাল থেকে আবার সাজে মন
চুল ওড়ে, মাধবীলতা দোলে-
আবার বলে, 'তুমি আসবে',
আবার কাজে ভুল হয়।
বিকেলে আবার নিঃশ্চুপ হয়ে পড়ি,
দৃষ্টি চুমু খায় অসীম থেকে মাটির বুক
আবার চুলে বাতাস ঠেলা মারে,
মাধবী মাথা হেঁট করে;
আবার রাতে বিছানায় একা কাঁদি-
বালিশ ভেজে,
আবার শ্রান্ত হই-
আবার ভাবি, তুমি হৃদয়হীন নও
কাল আসবে-।
দিন কেটে যায়,
কাল দিনটা অধরাই থেকে যায় জীবন।
চক, পীতাম্বর দত্ত, শিবগঞ্জ, বাসন্তী,
দক্ষিণ ২৪ পরগণা, ৭৪৩৩১২।
ফোন নাম্বার :9674273234
No comments:
Post a Comment