ভাঙা আয়না
সৌরভ মান্না
ভাঙা আয়না। অবয়ব চেনা যায়না।
অচেনা অসুখ-বিসুখ,উড়ে গেছে সুখ। রাস্তায় হাঁটে বিকৃত যত মুখ।
ভোরের সিন্গ্ধ আলো,কে জানে কার গ্রাস হলো !
অদ্ভুতুড়ে ছায়া নামে গ্রাম হতে শহরে,অজস্র সংসার ভাসে মৃত্যু জোয়ারে।
শেষপ্রান্তে বসি বটের ছায়ার তলে। শ্মশানের ছাই উড়ে এসে গায়ে লাগে।
মৃদু হাসি ফোটে ফুল হয়ে ঠোঁটের কোণে,ভাবি এইবুঝি রাঙামুখে এলোচুলে তুমি এলে-
নিভে যায় হঠাৎ রবির কিরণ,শুরু হয় তীব্র বিষাদ চিত্তের বিচরণ
লাখ-লাখ-কোটি-কোটি ভাঙা আয়না ঘিরে ধরে,বিস্ফোরিত হয় বুক হৃদয় কম্পনে
আর,চেনা প্রিয় প্রতিকৃতিগুলো কি বীভৎস ঢঙে,প্রহসনের বিষ-জালে আমাকে বাঁধে।
raynagar
amardaha
bagnan
howrah
No comments:
Post a Comment