নিঃস্ব বলে কিছু হয় না
শুভজিৎ দে
এই বেশ একাকী আছি
কোনো গোপনীয়তা নেই
বিলাসিতার গল্প নেই
রোঁস্তরা গর্ভগৃহ থেকে উল্লাস ভেসে আসে–
তা আমায় ছুঁতে পারেনি কোনোদিন
বরং,রাজার হিংস্রতার বিরুদ্ধে যে মৌন মিছিল
হাঁটছে প্ল্যাকার্ড হাতে
তা বরাবরই আমায় টানে।
কিছু মানুষ বাক থাকতেও বাকহীন
দৃষ্টি থাকতেও দৃষ্টিহীন
প্রতিবাদ করতে সমর্থ হলেও–প্রতিবাদে বিমুখ
তারা চিরকাল নিঃস্ব, দুঃস্থ কিংবা সুবিধাভোগী
আদতে নিঃস্ব বলে কিছু হয় না
যা কিছু হারিয়ে যাওয়ার ঠিক হারিয়ে যায়
শুধুমাত্র অন্তহীন সময়ের উপেক্ষা
সাধনপুর
পূর্ব বর্ধমান
No comments:
Post a Comment