দেবদাস
একুশের সুকান্ত
একুশের এই চরাচরে জেগে উঠলাম, দেখলাম আশপাশ,
মনে হলো কিছু হারিয়েছি, খুঁজে দেখি সেটা বিশ্বাস।
চারিদিকে শুধু হাহাকার,ধর্মীয় ম্যাসেকার মূক-বধির সরকার,
শিক্ষিত বেকারে ছড়াছড়ি,তাদের গোলামীর খুব দরকার।
পরিবেশ হাসফাঁস, উষ্ণায়নে উঠছে নাভি : শ্বাস,
ফুরিয়েছে জল, শুকিয়েছে ফল,লাটে উঠে চাষবাস।
তারপর হঠাৎ একটা শব্দ! একটা মিষ্টি ঝঙ্কার, নূপুরের টঙ্কার, একি আশ্চর্য! এটা বাস্তব? নাকি কোনো মায়াবী চমৎকার?
একে একে তারা নেমে এলো, কত পিপাসু মন ছিনিয়ে নিল, হাসলো,আদর করে কাছে টানলো, ফাঁকা স্থান পূর্ন করল, চিরসঙ্গী হওয়ার আশ্বাস দিল, কিন্তু ক্ষণিকের মধ্যেই আলগা বাতাসে মিলিয়ে গেল ।
তারা খুঁজলো নতুন মন, পুরোনোটা ফেলে দিল ছুঁড়ে
ঠিক যেমন করে মরার পর আত্মা দেহ ছাড়ে, পুরাতন হল নিঃশেষ, যাযাবরের মত হল বেশ, শোক হল চিরন্তন।
আবার সেই হাসফাঁস, মিথ্যা হয়েছে আশ্বাস, অসহ্য মর্ত্যবাস, হারিয়ে গেছে বিশ্বাস, তবু শোক চিরন্তন আর প্রেম পিপাসু মানুষের পরিচয় আজও দেবদাস।
No comments:
Post a Comment