পড়ন্ত হাওয়া
অবিনাশ দাশ
আজও অমর সৌন্দর্যের মায়া দোলে।
পলাশের গন্ধ মাখা লাল মাটি,
পাখিদের কলতানে মিশে আছো।
এলোমেলো চুলে সুগন্ধির রেশ-
জানালার গরাদ ধরে আনমনা তুমি!
পূর্ণিমার চাঁদ মেঘেদের দলে হাসে,
অশ্রু-হাস্যে সুর বাঁধি আমি!
কাতর আকাঙ্খায় দিন যায়।
বিপুলা পৃথিবী ক্লান্ত সে ভীষণ!
বারান্দার ছোট্ট কোনে উদাস আমি
রাত্রি - আঁধারে হারিয়ে যাচ্ছি প্রতীক্ষায়।
তুমি কি দেখেছো আমায়?
সেই আমি! অস্থির বিধ্বস্ত আমি!
----------------------------
গ্রাম - রঙ্গণবেড়িয়া, পোঃ মহেশপুর,
থানা -মগরাহাট
জেলা- দক্ষিণ ২৪ পরগণা, পিন - ৭৪৩৩৫৫,
খুব সুন্দর
ReplyDelete