Wednesday, June 15, 2022

কবিতা || তন্দ্রা ব্রহ্মচারী চক্রবর্ত্তী



একা

চলছি একা,
বলছি একা,
করছি একা সব কিছুই।

দুঃখ একার 
কষ্ট একার 
ভাবনাটাও একারই হয়, 
ইচ্ছা একার 
আনন্দ একার 
কখনো আবার জেদ ও হয়। 

ভিড়ের মাঝে চলছি একা 
ভাবছি একা স্বপ্নময়, 
কথার মাঝে আটকে থাকা 
দুঃখরাই সঙ্গী হয়, 
কথায় কথায় ভালো লাগা 
ভালোবাসাও একারই হয়, 
মনের কথা মনের মাঝে 
আটকে শুধুই থেকে যায়।।

বর্ধমান


No comments:

Post a Comment