Wednesday, June 15, 2022

কবিতা || মলয় কোলে



নিজের খোঁজ

আজ শুধু ভাবনার যন্ত্রণায় রোমাঞ্চ।
ভোরের চোখে সবুজ দেখা হয়না।
অন্ধকারে সবাই খোঁজে আমার দেহ।
হয়তো দেহ আমার তাদের খোঁজে না।

এখন খালি অভিনেতার কাটাছেঁড়া।
অভিসারে উত্তরই যেনো এক বন্দিনী।
তাই সাযুজ্য রেখে প্রশ্নের তীর মারা।
ঘুলিয়ে গেছে লক্ষ্য তবু অনন্ত এই কাহিনী।

দেখি প্রাচীন ইতিহাসের কোনো বইতে।
ছাপা আছে আমার চরিত্রের সব বর্ণনায়।
কালো কালো যত হরপ ব্যায় হয়েছে বৃথাই।
নিরুদ্দেশ কোনো সেডাক্টিভ স্পর্শের যন্ত্রণায়।

তর্কবিতর্কের অন্ধঘরে যদি নিজেকে দেখি।
হালকা হাতছুঁতে চাই একটা অভিমানি মুকুট।
 বন্ধ ঘরে ছায়া আমার সঙ্গিনী হয়ে বলে চলে 
আগুনকে পুড়িয়ে মারো আর প্রত্যয় জেগে উঠুক।।


পূর্ব বর্ধমান


No comments:

Post a Comment