নিঃস্তব্ধ এক রাত
ঘুম নাই চোখে নিঃস্তব্ধ এ রাতে
শুধু মনে পরে অতীতের কথা
আজ বর্তমান কাল তাহাই অতীত
শুধু মাঝে পরে থাকে পুরনো স্মৃতি।
যাহা চাইলেও যায় না ভোলা!
জানি তুমি নেই
তবুও আছো!
হয়তো হৃদয়ের সেই গহ্বরে
যাহা চাইলেও যায় না ভোলা।
আমি মরুভূমি তুমি মরীচিকা
তোমারে পাওয়া নয়কো সোজা
তবু কেনো আজ শোনে না বারণ
মানে না বাঁধা এ বেহায়া মন!
কল্যাণী, গয়েশপুর
No comments:
Post a Comment