স্বপ্ন উড়ান
নিস্তব্ধ গলি, দেখছে আকাশ ফাঁকা।
অদৃষ্ট ভাগ্য আজ আর গণনা করা যায় না অঙ্কে
দেখা যায় না রাশিচক্রে আঁকা।
বাসস্টপে বসে থাকা এক দু'টো উদাস !
শুধুই প্রতীক্ষমাণ মানুষ।
গল্পগুজব ওড়ে না আর বাতাস - তরঙ্গে ;
দূর মাঠের নির্জন পুকুরে,
একমনে গুগলি তোলে বালি-হাঁস ।
আলো ঝলমল রাজপথে ভেসে যায় ফানুশ্ ।
মাঝে মাঝে নড়েচড়ে বসে স্বপ্ন-স্মৃতি
গলির মোড়ে লাইন শুধু ,
হারিয়ে যাওয়া, ফিরে না পাওয়াদের
দম শেষ গতি।
আকাশে ঘুড়ি ওড়ে ,
অবিচলিত শান্ত—ক্লান্ত পথিক
ক্ষীণ শব্দে দরজায় কড়া নাড়ে।
ক্লান্ত-সকাল ,তপ্ত-দুপুর আর পড়ন্ত-বিকেলে,
ঘুমহীন রাত ,টিমটিমে ,জোনাকির আলো ;
ছোটো বড়ো দু'ই কয়েক আর আবদার করে না সেকেলে,
ঠাকুরদা ,ঠাকুরমা গল্প বলো।।
ছোটো টিকাইপুর
বোহার
মেমারি
পূর্ব বর্ধমান
No comments:
Post a Comment