১.
কিছু কিছু আদর সনেটের মতো
আদর শুধু আদর শুধু এটুকুই রাতে চাওয়া
নাভিশ্বাস আর শরীর দিয়ে বলা
সাহসিনী শুনো বলছে রাতের হাওয়া
দিন শেষে শুধু এটুকুই ঠোঁটে চলা।
আদর, শুধু আদরের মানে খুঁজে
খুঁজে মরেছে যীশু কতো
রাতের কথা রাতের জিজ্ঞাসা
ল্যাম্পোস্ট জাগে তোমার আমার মতো।
আদর মানে লালনের ছোয়া বুকে
উত্তেজনায় ঘৃনায় লজ্জাতে ও সুখে
প্যাঁচার ডাকে সুকুমার ফণা তোলে
খামখেয়ালি ছেলেমানুষিতে ভুলে।
শুধু আদর, রাত এটুকুই করে গান
আদর, দেয় চরিত্রে আমার টান।।
২.
বেহুলার ভাটিয়ালি
দুধে ভাতে ঘুমাও লখিন্দর
তোমার জন্যে হন্নে যারা
তাদের ঘুঙুর হৃদপিন্ডে
ধন-ধান্যে মাতাল পারা।
প্রথম পুরুষ চুমুর দাগে গাঙর বয়ে কঙ্কাবতী
কবেকার পুঁথির ফলক আমার মতোই অশ্রুমতি।
তোমার জন্য সূক্ষ আঁচড়
সাপ ঢোকানো বাসর রাতে,
আমিও খুঁজবো নতুন কাউকে ,
লখিন্দর ঘুমাও দুধে ভাতে।
ভাষার দোহাই বলছি শুনো
তৃণর দোহাই বলছি
তোমার আমার গল্প নিয়ে
জাতিস্মরে চলছি।।
৩.
বৃষ্টির নাম নীলিমা
নীলিমা, সন্ধ্যার বৃষ্টির মন আমি তোমাকে দিলাম,
বৃষ্টি পড়েছে বহুদিন পর আজ আবার,
গাড়ির হর্ণের গান আমার মনে তোমার,
তোমার ভেজা টওয়েলটা আজও নিতে আসোনি আমাদের বাসায়,
পরশু এসো কিন্তু
নীলিমা, আমি তোমাকে দিলাম জলের জীবন,
আমি তোমাকে দিলাম নগ্ন মশার তৃষ্ণা,
তোমাকে দিলাম মহামারীর এই ভয়টা,
তোমাকে দিলাম আমার গানের প্রথম ভাগ,
তোমাকে দিলাম আমার গানের দ্বিতীয় ভাগ,
তোমাকে দিলাম আমার গানের তৃতীয় ভাগ,
নীলিমা, আমি তোমাকে একটা গোটা গান দিলাম,
পারলে, আমার এই ভেজা শরীরের শুকনো ক্ষমাটুকু গ্রহণ কোরো,
আজ উঠলাম।।
বাংলাদেশ
No comments:
Post a Comment