শত্রু মিত্রর
কে কাহার অরি আর কে কাহার মিত্র
প্রকৃতির কোলে তার পাই নানা চিত্র।
কেহ ক্রোধে ফুঁসে ওঠে আর কেহ উন্মত্ত
কাহারো সরল ভাব কেহ অতীব দুরন্ত।
অহি আর নকুলের ভাব দেখি সদা বৈরী
কোকিলের দেখা পেলে ক্ষোভে কাক তৈরী।
ছাগ আর হরিণের বাঘ নহে কভু রক্ষক
তক্ষক ব্যাঙ টিকটিকিদের সদা ভক্ষক।
কেরোসিন ও পেট্রল এলে আগুন সমক্ষে
ফোঁস করে জ্বলে যদি তবে আর নাই রক্ষে।
বিড়াল বাঘের মাসি দেখ ভাব খানা শান্ত
ইঁদুরের দেখা পেলে হিংসায় হয় উদভ্রান্ত।
সারমেয় ও বিড়ালেরা সদা মাতে ঝগড়ায়
দেখা পেলে গর্জে ওঠে তেড়ে ফুঁড়ে দায়।
তেলে জলে মিলমিশ না হলে ও উভয়ে ঠাণ্ডা
আগুন আবেশে তেল তেতে উঠে হাতে নিয়ে ডাণ্ডা।
তেলে জলে ভাব কভু দেখেছো কি কোনোদিন
চোর আর পুলিশের ভাব নহে কভু সমীচীন।
আদা আর কাঁচকলা ভাব খানা চির মন্দ
বাঘা তেঁতুলের রসে বুনো ওল একেবারে জব্দ।
গ্ৰাম--ফতেপুর/পোস্ট--কয়থা
জেলা-- বীরভূম
No comments:
Post a Comment