Wednesday, June 15, 2022

ছড়া || কার্তিক মন্ডল



প্রাণের ঠাকুর তুমি
               
মাটির ঠাকুর নাই বা হ'লে
প্রাণের ঠাকুর তুমি
তোমায় নিয়ে স্বপ্ন আঁকে
সারা বিশ্ব ভূমি ।

গাছগাছালি দোলায় শাখা
তোমার গানের সুরে
তুমি আছো মনের বাগে
সবার হৃদয়পুরে।

তুমি আছো নীল নীলিমায়
মুক্তো ঝরা রবি
তোমার মতো মনের কথা
কে বলেছে সব‌ই ।

কে দিয়েছে সান্ত্বনা প্রেম
ত্যাগ‌ করে ঐ 'নাইট'
জালিয়ান‌ওয়ালার হত্যা কাণ্ডে
কে করেছে 'ফাইট' ।

তোমার মতো কাব্য কথা
কে ছড়ালো আর ?
কবিতা আর গানে গল্পে
মাতালে সংসার ।

বঙ্গ ভঙ্গ রুখতে সেদিন
পরিয়েছিলে রাখি
রঙ তুলিতে আঁকি ছবি
তোমায় বিভোর থাকি।



গ্রাম-পশ্চিমবাড়
পোষ্ট-ধনেশ্বরপুর
থানা-পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর

No comments:

Post a Comment