তুমি আছো তাই
তুমি আছো তাই
সবুজে ঘেরা পল্লীর মাঝে
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আমি।
তুমি আছো তাই,
আজও জীবাণু মুক্ত নিশ্বাস
পাই বাতাসে ।
তুমি আছো তাই,
এখনো গাছের ডালে ডালে
দেখতে পাই নানান রঙ্গের পাখি
শুনতে পাই তাদের সুমধুর কলতান।
তুমি আছো তাই,
রাতের আকাশে সাদা মেঘের স্তুপে
দেখতে পাই জ্যোৎস্নার চাঁদ।
তুমি আছো তাই,
নদীর বুকে মাঝির মুখে
শুনতে পাই তোমার গান।
তুমি আছো তাই,
এখনো ধানের শীষে
হিরের মুক্ত হাসে।
তুমি আছো তাই,
মায়ের চোখে সন্তানের স্নেহ
লেগে আছে নাড়ির টান।
তুমি আছো তাই,
আমি লিখতে পারি তোমার কবিতা
বুঝতে পারি তোমার ভালোবাসা
আন্দাজ করতে পারি তোমার অবস্থান।
তুমি আছো তাই।।
গ্রাম:সলুয়াডাঙ্গা
পোস: বেজপাড়া
থানা: বহরমপুর
জেলা: মুর্শিদাবাদ
No comments:
Post a Comment