ভগ্নহৃদয়
আমাদের রোজ দেখা হয়, অতীতের পাতায়।
তোমায় সেই গাঢ় নীলাভ পাঞ্জাবীতে আর আমি পড়ে থাকি সেই মেঠো রঙা তাঁতের শাড়ি।
এলোকেশে তোমার সামনে আবারও আবদার করি একটা কাঠগোলাপের, তুমি তা আলতো করে কানের পাশে লাগিয়ে দাও ভালোবেসে।
আমরা আবার গিয়ে বসি, পুরোনো সেই পুকুর পাড়ের বাঁধানো সিঁড়িটার কোলে, তুমি কানে কানে আমায় বল " হৃদয়া! থাকবে তো সারাজীবন?" এই বলে তোমার ওষ্ঠখানি ছোঁয় আমার কপাল, আমি লজ্জা পেয়ে মুখ লোকাই তোমার বুকে আর চাপা স্বরে বলি " প্রিয়! আমি যে শুধু তোমারই"।
হঠাৎ করে ফিরতে হয় আবার বিদ্যমানে, যেথা তোমায় পাইনা আর খুঁজে, বুকে জমা প্রেম বোধহয় মনছাড়া হয়, বাস করে খালি এক ভগ্নহৃদয়।
No comments:
Post a Comment