চেতনা
দিনের শেষে উদাস হেসে
বলছি তোমায় এসে
ছারখার করে চলেগেছ তুমি
আমার জীবনে এসে।
রিক্ত ব্যাকুল হৃদয় আমার
যুক্তি মানেনা
অন্ধকারে খোঁজে তোমায়
সন্ধান মেলে না।
ভুলবো ভাবি ভুলতে পারিনা
একি তোমার মায়া
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে মরে শুধু
এমনি মন বেহায়া।
থাকো তুমি তোমার মত
রূপের অহংকারী,
আমি আমার জীবন টাকে
নতুন করে গড়ি।।
Jaragram, Purba Bardhaman
No comments:
Post a Comment