অসুখ সময়
কোন এক দুরারোগ্য ঘুম দিনের বাতাসে সংক্রমিত
অণুজীব আলোর আবহে
তেজষ্ক্রিয় রশ্মি সময়ের নতুন আঙ্গিক সাফসুতোর করে ।
ঋতু পরিবর্তনে বাড়ে কমে বাতাসের স্রোত
পরাগ দূরত্বে উড়ে গেলে ঝরে যায় নিষ্ক্রিয় ডিম্বক
ফসলের গোলায় দুর্ভিক্ষ দেখা দিলে
নগরে নগরে মুমূর্ষু বুভুক্ষা ।
তোমার বীক্ষণাগারে অজ্ঞাত রোগের ভাইরাস
জানলার সুফলা আলো
অন্ধকার ছায়া মুছে মস্তিষ্কে স্থাপন করে বিশুদ্ধ সংশ্লেষ ।
হরেন্দ্র অ্যাপার্টমেন্ট
১২/৯ নয়াপট্টি রোড
কলকাতা ৭০০০৫৫
No comments:
Post a Comment