Thursday, March 17, 2022

কবিতা || অভিজিৎ মান্না



মানা

দেখাও এমন জল টলমল
একটা আকাশ স্বপ্ন আঁকে
সাঁতরে ওঠে নীল পাখিটা
কাঁটা ঝাড় পথের বাঁকে
মন পবনে ভিজল ডানা
কল্পলোকই শেষ ঠিকানা
সবুজ পাতায় বটের ছায়ায়
স্বপ্ন দেখা মিছেই মানা
অতল চোখে মুশল ধারা
রামধনুতেই আনাগোনা
এবার শুধু চোখটি বুজে
গুনতে থাকো দুঃখের কনা l



অভিজিৎ মান্না
রবীন্দ্র পল্লী
আরামবাগ
হুগলি


No comments:

Post a Comment