পোতিবাদ
প্রতিবাদের প্রতিবাদ ক্ষয়ে গিয়ে আজ যেনো পোতিবাদে পরিণত।
হানাহানির চরম আজ অট্টলিকার পদার্শিত।
রক্তের প্রবাহ আজ সন্ন্যাস ধর্মে ব্রত রেখেছে।
কোথায় গেল সেই কতগুন নরনারীর দলবদ্ধ আক্রোশ!
কোথায় গেল আবাল-বৃদ্ধ-বনিতার স্বাধীনতা পূরণের তৃষা!
কোথায় হারিয়ে গেল নজরুলের সেই উজ্জ্বল বাণী।
মিথ্যা জয়লাভের উল্লাস কেন কুঁড়ে কুঁড়ে খায় সমাজের বসন্তকে।
আজ স্বাধীনতার কতকখন পরেও কেন পরাধীনতার ঋতুগমন।
কাদের ষড়যন্ত্রে ভারতমাতার আশীর্বাদি হাত আজ পরিণত দারিদ্রে।
মানবতার বাগান খানি পরিণত আজ মালি বিহীন জমিনে।
শাসক-শোষকের সংগমে সমাজের বিছানায় জায়গা
হারায় সাধারণ।
সাধারণের আন্দোলনে জড়িয়ে দেওয়া হয় রাজনীতির রঙিন কাপড়।
সঞ্জীবিত হও একবিংশ শতাব্দীর ফড়িং।
তুলে নাও মনোবল চাপা পড়ে আছে যা সময়ের পাথরতলে।
চলো অদ্য যে হাতে মেখেছো বিলাসিতা সে হাতে মাখতে হবে রক্ত।
পূর্ব বর্ধমান
No comments:
Post a Comment