অদরকারি
হাড়গুলো দিব্যি গোনা যায়
ঝাপসা হলেও দৃষ্টি অবশিষ্ট।
বড্ড অদরকারি।তবুও খুদকুড়া
দিয়ে বাঁচিয়ে রাখা।
রাস্তার বাঁকে যেখানে অনেক লোক,
পুজোর গন্ধ সারাগায়।অনভিপ্রেত!
খয়রাতি ধনে না হয় পুণ্য লাভ ।
পকট টান পড়বার নয়।
দিন রাত মিলিয়ে রোজগার মন্দ নয়।
কিন্তু এবছর বাঁচাবে কী করে!
নতুন জামা, বাসি মিষ্টি,বাজার শেষের
ফেলা মাছ,সস্তা পুজোর আনন্দ...
এবছর লোক কোথায় সং দেখবার।
অদরকারি লোকটার আর কী দরকার।
কৃপাণ মৈত্র
প্রযত্নে-বিমল সিং
গ্ৰাম- পোস্ট -সুতাহাটা
জেলা-পূর্ব মেদিনীপুর
পিন ৭২১৬৩৫
দূরভাষ-৯৬৭৯৩০৯১৯৫
No comments:
Post a Comment