Thursday, March 17, 2022

অনুগল্প

দূরত্ব

- হ্যালো, কেমন আছো?
- ভালো। তুমি আজকে ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে পড়লে কিভাবে?
- আবহাওয়ার কান্নায়। তোমাদের ওদিকে কি বৃষ্টি পড়ছে?
- হ্যাঁ। তোমাদের দিকেও কি বৃষ্টি হচ্ছে নাকি?
- হ্যাঁ। ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তবে, এখন একটা মিষ্টি হাওয়া বইছে। 
- অনেকদিন হয়ে গেল বলো, আমাদের দুজনের দেখা হয়নি।
- তা কিন্তু ঠিক। লকডাউনের জন্য দেখা না হলেই, তোমার অতিযান্ত্রিকতার অনাগ্রহের কারণে ভিডিও কলও করিনি।
- বাদ দাও ওসব কথা। আমার কেন জানি মনে হচ্ছে, বৃষ্টিটাকে অনুভব করার জন্যই তুমি ফোন করলে আমায়।
- তা তুমি ঠিকই অনুমান করেছ। আমি একটা কবিতা লিখলাম আজকে, শুনবে কি কবিতাটা?
- হ্যাঁ!
- হিসাব-নিকাশ মেলায় খালি দেখা না হবার তারিখ;
বদভ্যাসে মন বন্দি, বৃষ্টিভেজা দূরত্ব সামরিক।

   কবিতা শুনতে শুনতে আনমনা হয়ে দুজনেই জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির কাছে কবিতার অর্থ জানতে চাইল।


No comments:

Post a Comment