আদি শক্তি
তুমি দিয়েছো অপমান হানা -হানি,
আমি তো হয়েছি তোমার জননী ।
তুমি দিয়েছ চাবুকের ক্ষত!
আমি সাজিয়েছি তোমার ঘর আরো কত-
তুমি রেখেছো ঘরের কোণে বেঁধে,
আমি দিয়েছি তোমার জন্য রেঁধে।
তুমি করেছো আমায় তাচ্ছিল্য,
তবু আমি দিয়েছি বরমাল্য।
তাই তো আজও ব্রহ্মাণ্ড জুড়ে,
আমি পূজি আদি শক্তি রূপে ।
নাম : ববি চ্যাটার্জ্জী।
গ্রাম : বড়ঙা
পোঃ - বড়ঙা মহেশ
থানা -মেমারী
জেলা পূর্ব বর্ধমান
পিন- 713146
Besh sundor ❣️
ReplyDelete