Tuesday, February 15, 2022

কবিতা || একুশে ফেব্রুয়ারি || নীলেন্দু গোস্বামী




আজ কোনো বিষাদের ক্ষণ নয়,
আজ একুশে ফেব্রুয়ারি,
বাংলার একদল দামাল ছেলের দেশপ্রেম -
আর মাতৃভাষার প্রতি ভালোবাসা মাখা ছবির ফ্রেম,
আত্মবলিদানের রঙে চিত্রিত এক সিনারি। 
চলেছিল তারা শান্তি মিছিলে মায়ের সম্মানে,
ছাত্র শিক্ষক বুদ্ধিজীবি রাস্তা-ময়দানে, 
মনে ছিল তাদের অদম্য জেদ-
বুক ভরা ভালোবাসা, 
মাতৃভাষা মাতৃদুগ্ধসম আর 
যাতে পূর্ণ মনের আশা, 
বর্বরতার শিকার হয়ে লিখেছেl অমর গাথI, 
তোমাদের নাম ইতিহাসে হয়ে রইলো অমর গাঁথা! 
বিদেশী জিনিস, বিদেশী ভাষা 
মাটির কাছের নয়, 
মাকে কেড়ে নিলো কী দুঃখ বল, 
অন্তর মাঝে বাজে আর ক্রোধে চোখ ফেটে আসে জল, 
এমন করে কি কখনো কাউকে - 
মারতে আছে প্রাণে?/
মাতৃভাষায কথাবলা জেনো 
আনন্দ প্রতি ঘ্রাণে!!/
তাইতো মোরা দেশের মানুষ 
তোমাকে স্মরণ করি, 
অমর তূমি আমার প্রাণের
একুশে ফেব্রুয়ারি!!




ঠিকানা :বামিরা, থানা:পাত্রসায়ের, জেলা - বাঁকুড়া, সূচক : 722306



No comments:

Post a Comment