Tuesday, February 15, 2022

কবিতা || একুশ || পলাশ পাল




মৃত্যুর সম্মুখে এসে আবারও আমার
ঘুম ভাঙে স্বপ্নের মাঝপথে।
কথাদের ভিড়ে কথারা বন্দী হতেই
পরিচয় দিতে বদলে যায়
বিপ্লবের লাল রঙটার ফ্যাকাসে রূপ।
ভাষার দাবীতে যৌবন গর্জে উঠেছিল 
একদিন বজ্রের মতো।
আমার সাবলম্বী আবেগের দুয়ারে
দেখেছি আজ‌ও 
ধর্ষিতা স্রোতস্বিনীর স্রোতের শব্দে
ভেসে আসা বিপ্লবের তরীকে।
তাই তো সেই অসহায় জিজ্ঞাসা চিহ্নটা
অসমাপ্ত প্রশ্নের গন্তব্য খোঁজে।
একুশ এসেছে গো!
স্বাধীনতা তুমি কোথায়?




নাম: পলাশ পাল
ঠিকানা: মানকুন্ডু পালপাড়া লেন, হুগলী



No comments:

Post a Comment