যে কালপুরুষের জন্যে সারাজীবনের অপেক্ষা
সে কি আজ পথ ভুলেছে
পায়ে পায়ে চলা জীবনকে একটু একটু করে
হারিয়ে যেতে দেখেছি, দেখেছি জীবন কখনও
অকারণে হেসে ওঠে, কখনও বা বিষাদে ডুবে যায়
ভালবাসা যখন অনিশ্চিতভাবে কাছে ডেকেছিল
তখন অবাক চোখে তাকিয়ে গোধূলি লগনের আলোয় ভেসে গেছি, তবু্ও জীবন মাঝে মাঝেই খণ্ড-বিখণ্ড হয়ে যায়
তখন অনাবিল দৃষ্টিতে চেয়ে থাকি জীবন দেবতার দিকে
জীবনকে ভালবাসত চেয়েও কেন যে ভালবাসা হারাই
ইমন-কল্যান,মেঘমল্লারের কাছ সুরের জন্যে হাত পাতি
চাতক যেমন জল মাগে আকাশের বুকে
এসো হে কালপুরুষ পায়ে পায়ে এগিয়ে এসো
জীবনের দ্বারে আহ্বান করো তোমার আনন্দযজ্ঞে
আমার জীবন নিঃশেষ করে ভরে নাও তোমার ঝুলি
জীবনকে ভালবাসতে গিয়ে বারেবারে ফিরে গেছি
তোমার প্রতীক্ষায়,কালপুরুষ কি কারুর অপেক্ষায় থাকে
জীবন কি এখনও প্রতীক্ষা করে অন্তহীন ভালবাসার
কালপুরুষের পথের বাঁকে, সে কি তার ভালবাসার প্রতীক্ষায় থাকবে
নাকি সব প্রদীপ নিভে যাবে অস্তাচলের পথে
হে কালপুরুষ তবে তাই হোক্,তোমার যাওয়ার পথে
আমি থাকব চিরপ্রতীক্ষায়, নিভে যাক্ সব বাতি
আমি ডুবে যাব চিরঅন্ধকারে।।
তুমি থেকে যাও অনন্তের পথে হে কালপুরুষ।।
No comments:
Post a Comment