স্বপ্নে তেপান্তর,
শাকচুন্নী আর মামদো ভূতের
হল মনান্তর।
চুন্নী বলে,“ভাল্লাগে না
জীবনটাকে রাখতে!
সারাটা রাত খাবার ছাড়া
অনশনে থাকতে।”
মামদো বলে,“মানুষ এখন
জ্বালায় নানা আলো
রাতের আঁধার উধাও হল
নেই যে কোথাও কালো।
পোড়োবাড়ি নেইকো কোথাও
কোথায় এখন থাকি?
হাত ও পায়ে ব্যথা করে
তাইতো বসে থাকি।”
চুন্নী রেগে দ্রুতবেগে
চেপে ধরে গলা,
মামদো বলে,“মানুষ এলো,
এবার দৌড়ে পালা।”
বাঁচলে তবে দেখা হবে
ঝগড়া করা বন্ধ
শ্মশানঘাটে এসো তুমি
করব তখন সন্ধ।।
অভিজিৎ দাশ
সম্পাদক— বাংলা ছড়া
ডাকঘর— ভেটাগুড়ি
জেলা— কোচবিহার
ডাকসূচক ৭৩৬০১৩৪
No comments:
Post a Comment