রঙের মধ্যে হলুদ বড়ো গায়ে পড়া স্বভাবের। তাই কি গায়ে হলুদের অনুষ্ঠান হয়? দুটো মনের মিলনের পথ প্রশস্ত হয়। "রং দে মোহে তু সাজনা!" হৃদয় গুনগুন করে ওঠে দোলপূর্ণিমার প্রাক্কালে। যদি এবার অন্তত একবার সুযোগ পাওয়া যায়। দীর্ঘদিনের ঘুরঘুর করার স্বপ্নদশা ঘুচবে। সবসময় পরিণতির কথা ভাবলে চলবে না। ভাব এমন যে ধূপকাঠি হয়ে সুগন্ধ বিলিয়ে যাবো অকাতরে। আগুনের রং বড়ো কামনা জাগায়। তাই তো বাসনার লোভে পিঁপড়ের পাখা গজায়। শবের মুখে আগুনের আস্ফালন যেন কতকালের আকুতি। অন্যদিকে তন্বী কোমরের কাছে আগুন বিড়ির মুখে ঘুসঘুসে জ্বরে পুড়তে থাকে। ধোঁয়া উঠলেই ভেসে আসে কোটেশন "হাটা শাবান কি ঘটা!" এভাবেই রং দিয়ে বলতে হয়। ইনফ্যাক্ট রং দিয়ে কতকথা ইনিয়েবিনিয়ে গন্তব্যের ঠিকানা স্থির করে দেয়। "তবুও হৃদয় তার অধিক গভীর ভাবে হতে চায় সৎ;/ভাষা তার জ্ঞান চায়, জ্ঞান তার প্রেম, -ঢের সমুদ্রের বালি/পাতালের কালি ঝেড়ে হয়ে পড়ে বিষণ্ণ, মহৎ।" সৎ না হলে রং খোলতাই হয় না। বিবর্ণ উড়ে উড়ে বেড়ায়। প্রেমের জোয়ারে তখন ভাটা। বিস্মৃতির চর জেগে ওঠে। ফুরফুরে বালি উড়ে যায় দিকচক্রবালে। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে আত্মা। "Color is a power which directly influence the soul." তখন ফিরে যেতে হয় উদাসীনতার ক্রোড়পত্রে। দূর থেকে ভেসে আসে, "রং দে মোহে তু গেরুয়া।" এক অন্য পথের দরজা খোলে। সে পথ সবার নয়। এখন রং ভেঙে দিলো ভাবনার সূচিপত্র। একটা সাদা জীবন অস্তগামী সূর্যের নিচে দাঁড়িয়ে থাকে। এ যেন বেশ কিছুটা মেডিকেল লিভ নিয়ে ঘুমিয়ে পড়ার সমান। স্বপ্নের ভিতর নিজের হাতে নিজের মুখে মেখে নেওয়া অর্গানিক গুলাল। নিজের সবুজাভ সমুদ্র শাখামৃগের ক্ষিপ্রতায় দূরে সরে যায়। "সমুদ্রশ্রু ভেসে ভেসে যায় হাওয়াই উপকূলে -/ঘুম ভেঙে জেগে উঠে দেখি,/সাড়ে সাত লাখ শামুক আছে মরে,/এতো এতো রঙ,/সাড়ে ছয় বছরের শিশু তায় -/মালা গেঁথে নিয়ে গেল ঘরে।" ঘর বলতে মধু বৃন্দাবন। তুমি রাধে, আমি কালা। উঁকিঝুঁকি দেওয়া চোখে তখন প্রিওয়েডিং ফটোশুট। বাতাসার ভিতর রং ভরে মন তখন নগরকীর্তন। পরিক্রমা শেষে কত রঙিন স্বপ্ন জন্ম দেয় "সোনালি ডানার চিল"। মনে মনে খুশি। অবশেষে কারোর লেজিটিমেট সঙ্গী হওয়া গেল। শুরু হবে লংমার্চ। কিন্তু স্বপ্ন ভাঙলে সব ফর্সা। রং ভাঙছে।সুখী মনের আত্মা মফস্সলের ঘেঁটুফুল। আপনমনে রং গড়ছে ...
Address:-
Somnath Benia
148, Sarada Pally By Lane
(Near Sarada Bhavan)
P.O. + P.S. - Nimta
Dist. - North 24 - Parganas
Kolkata - 700 049.
No comments:
Post a Comment