নেই ঝামেলা ছেলের আমার
যা দেবো তাই খায়,
পেটটা যদি ভরা থাকে
খেলে নয় তো গায়।
চাঁদ দেখালে টিপ চেয়ে নেয়
গাছ দেখালে ফুল,
পড়ার কথা বললে কেবল
চোখ ঘুমে ঢুলু ঢুলু।
খেললে খোকা খুশি থাকে
হাসলে পড়ে টোল,
হাঁটলে বলে এবার তুলে
নাও মা তোমার কোল।
হাসলে খোকা হৃদয় জুড়ায়
বললে কথা বুক,
হাজারে এক মানুষ হলে
তবেই মায়ের সুখ।।
সোনারপুর 700150
দক্ষিণ চব্বিশ পরগনা
No comments:
Post a Comment