Tuesday, February 15, 2022

ছড়া || শীতের শেষে || কাজী সামসুল আলম




শীতের শেষে দখিন বাতাস

ভোরের বেলা আসে

সারা দিনে সোনালী রোদ

আকাশ যেন হাসে।

 

গাছের ডালে বকের সারি

সাদা ফুলের মেলা

শান্ত শীতল দীঘির জলে

মরাল করে খেলা।

 

পর্ণমোচীর পাতা ঝরে

দেয় কিশলয় উঁকি  

কৃষ্ণচূড়া পলাশ শিমুল

রঙের আঁকিবুকি।

 

তালগাছেতে বাবুই পাখি

বানায় আপন বাসা

কুহু সুরে কোকিল পাখি

গাইছে ভারি খাসা।

 

সরস্বতী পূজার দিনে

হলুদ ছড়ায় মনে

নানা রঙের আবির মাখা

দোলের পুণ্য ক্ষণে ।। 




হলদিয়া, পূর্ব মেদিনীপুর



No comments:

Post a Comment